বক্সিরহাটে ব্যবসায় বিঘ্ন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :অসম বাংলা সীমানা করোনার জন্য সিল করে দেওয়া হয়েছে। ফলে বক্সীরহটের ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ।এখানে শতকরা ৬০ ভাগ ক্রেতা  আসেন অসম থেকে। গত ৬ মাস সীমানা বন্ধ থাকায় মানুষজন  সহ দোকানদারেরা সমস্যায় পড়েছেন। দোকানবাজার কাছে হওয়ায় ও দাম কমের জন্য মানুষ এখানে  আসতে পছন্দ করেন। এই ক মাসে মোট ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি।অসমের মানুষজনই এখানকার বাজারের প্রধান ক্রেতা। অনেক দোকানদার দোকান বন্ধ করে দিয়েছেন। তুফানগন্জ ২ এর  বিডিও জানান তাঁকে  লিখিত ভাবে কেউ কিছু জানায়নি।  তাছাড়া এটা দুই রাজ্যের সমস্যা।