৫ টি বাইক সহ চোর গ্রেপ্তার

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মালদা জেলার চাঁচোল  থানার বাসিন্দা জিয়াউল হক গাজোলের এক ব্যক্তির  কাছে বাইক  বিক্রি করতে আসে। পুলিশ অনুসন্ধান চালিয়ে  বাইক  চুরির অপরাধে তাকে  গ্রেপ্তার করে। এরপর পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ  করে আর একটি এলাকা থেকে চুরি যাওয়া চারটি বাইক  উদ্ধার করে। আদালতের মাধ্যমে পুলিশ অপরাধীকে সাতদিন  নিজেদের হেপাজতে নেওয়ার  আবেদন করেছে। প্রকৃত মালিককে আদালতের মাধ্যমে বাইক  ফেরত দেওয়া হবে। পুলিশি  তদন্ত চলছে।