রেল সেতুর পাটাতন নষ্ট

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কোচবিহার শহরের কাছে তোর্ষা  নদীর উপর রেলসেতুর পাটাতনের অবস্থা খুবই খারাপ। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। যাতায়াতের সুবিধার জন্য রোজ কয়েক হাজার লোক সাইকেলে  হেঁটে সেতু পারাপার করে। হটাৎ ভেঙে গেলে একদম নদীর জলে পড়তে হবে। এই ব্যাপারটি রেলের গোচরে আনা হলে আধিকারিক বলেন বিষয়টি তার জানা নেই। দপ্তরের ইঞ্জিনিয়ারকে  খোঁজ নিতে  পাঠাবেন এবং তারপর ব্যবস্থা নেওয়া  হবে।