কাটা গাছ নিলো তৃণমূল

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কান্তেশ্বর রাজার গড়ে একদল দুষ্কৃতী একটি সেগুন গাছ অর্ধেক কাটে এবং আরেকটি কেটে চুরি করে নিয়ে যায় । পরেরদিন তৃণমূল কর্মীরা অর্ধেক কাটা সেগুন গাছটি পুরো কেটে নিয়ে যায়। স্থানীয় বিধায়ক হিতেন বর্মন বলেন যে তাদের কর্মীরা গাছটি পঞ্চায়েতে জমা দেবে। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করবে। পুলিশ জানায় রবিবার বিকাল পর্যন্ত কোনো অভিযোগ  থানায় জমা পড়েনি।