খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রবিবার রাতের বৃষ্টিতে মাদারীহাট টোটোপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাঙড়ি নদীর জলের স্রোতে হাটাপাড়া চা বাগানে রাস্তার ২০০ মিটার ভেসে গেছে। ঠিক হতে প্রায় ১০ টি ১৫ দিন লাগবে। প্রতিবারের বর্ষায় ভাঙন বাড়ছে পাড় বাঁধ না থাকায়। .মাদারিহাট যাওয়া খুব দুস্কর। নদীপথে খুব কষ্ট করে বনকর্মী ও এস এস বি ক্যাম্পের জওয়ানরা যাওয়া আসা করছেন। পূর্ত দপ্তর থেকে জানা গেলো তারা শীঘ্র রাস্তার মেরামত করবেন এবং দুটি সেতু তৈরি করবেন।
রাজ্য
সল্টলেকের এসএসসি ভবনের সামনে শ্লোগান উঠলো চাকরিহারা শিক্ষক দের
গতকাল দিন ভর এসএস সি ভবনের সামনে গার্ডরেলের দুই পাশে যোগ্য এবং অযোগ্য শিক্ষকেরা ( তালিকা তে নাম না থাকা এবং থাকা ) দুই...