লিচু গাছে মাকড়ের আক্রমণ

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক:দক্ষিণ দিনাজপুরে লিচু  অর্থকরী ফল।এই গাছের ডালে ও পাতায় মাকড়ের সংক্রমণ দেখা দিয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে কৃষিবিজ্ঞানীরা চাষীদের ব্যবস্থা নিতে বলেছেন। এর আক্রমণে লিচুর পাতা প্রথমে বেঁকে বিকৃত হচ্ছে ,পাতার এক অংশ খেয়ে বা ঝাঁঝড়া  করে দিচ্ছে।সবুজ পাতা ক্রমে হলুদ ও ফ্যাকাশে হয়ে  শুকিয়ে   মরে যাচ্ছে  এবং ডালের ও ক্ষতি করছে। এই এলাকার কৃষিবিজ্ঞানী জানান রোগাক্রান্ত গাছের ডাল  ও পাতা কৃষিবিজ্ঞান কেন্দ্রে নিয়ে গেলে দেখে প্রতিকার বলে দেওয়া  হবে।