খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বামনডাঙ্গা চা বাগানে ভোর ৪ টা নাগাদ একটি হাতি হামলা শুরু করে পর পর পাঁচটি দোকান ভেঙে তছনছ করে দিয়েছে। রবিবার ভোরে অতর্কিত হামলায় স্থানীয় মানুষজন দিশাহারা। হাতিটি ডায়ানার জঙ্গল থেকে বেরিয়েছিল। ভাঙা দোকানের মালিকেরা বলেন হাতির অত্যাচার সহ্য করে তারা বেঁচে থাকেন। সরকারি কোনো সাহায্য বন দপ্তরের মাধ্যমে পাওয়া যায় না। কীভাবে সংসার চলবে জানা নেই।