খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :লাদাখে জমি দখলের জবাবে ভারত পাবাজি আপ নিষিদ্ধ করেছে। আগে ২বারেভারত ১০৮টি চীনের আপ নিষিদ্ধ করেছিল। এবারে আরও ১১৮টি যোগ হল। গালওয়ানে সেনা সংঘর্ষের পর থেকে ভারত চীনের প্রতি কঠোর মনোভাব নিয়েছে। সীমান্তে ভারতের সেনার তৎপরতা বেড়েছে। অন্যদিকে ভারত অনেক আপ নিষিদ্ধ করে সাইবার বাণিজ্যে আঘাত আনার চেষ্টা করছে। তবে পাবাজি বন্ধ হওয়ায় অভিভাবকেরা খুব খুশী। এই গেমগুলো ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিল।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...