করোনা আক্রান্তের বাড়িতে দোকান খোলা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বাড়িতে করোনা রোগী এবং কটেনমেন্ট  জোন ঘোষণা করে দোকানের সামনে বাঁশের ব্যারিকেড করে  দিয়েছে  প্রশাসন। তাও  দোকান খোলা রেখে ব্যবসা করছেন বলে অভিযোগ  স্থানীয় বাসিন্দাদের ।  গ্রামপঞ্চায়েত জানায় ব্যবসায়ীকে বার বার নিষেধ  করা হয়েছে  এবং ব্যাপারটি বি ডি ও কে জানানো হয়েছে। ব্যবসায়ী বলেন এমন কিছু ওষুধ  তার কাছে আছে যা সব জায়গায় পাওয়া যায় না।  তাই বহু দূরের লোকেরা এসে তার কাছে ওষুধ চাওয়ায় তিনি ওষুধ দোকান থেকে দিয়েছেন।