ন্যায্যমূল্যে আলু বিক্রি শুরু

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আলুর দামে রাশ টানতে ফালাকাটায় খোলা হল ন্যায্য মূল্যের আলু বিক্রয় কেন্দ্র।আগে এই জেলার আলিপুরদুয়ারে এইরকম ষ্টল খোলা হয়েছে। বাজারে ৩৫ -৪০ টাকায় আলু বিক্রি হচ্ছে। স্টলের উদ্বোধন করেন পঞ্চায়েত সভাপতি।  থানার  আই  সি ও উপস্থিত ছিলেন। এখান থেকে প্রতি ক্রেতাকে ২৫ টাকা কেজি দরে ২ কিলো আলু দেওয়া  হবে। ফালাকাটায় এই ধরণের ১০ টি  ষ্টল পর্যায়ক্রমে খোলা হবে। আলুর দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত্য এই ষ্টল চালু থাকবে।