এফ এস এ আই র নির্দ্দেশ

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতে  কৌটা তৈয়রী  খাবারের  গুন গত  মানের  উপর  সীলমোহর  দেয়   এফ. এস এ আই  সংস্থা  বা  ফাসাই । সেই   ফাসাই  এর  তরফে  গতকাল  জানানো  হল  যে ”  স্কুলের  ক্যান্টিনে  জাঙ্ক  ফুড  বিক্রি  বা  তার  বিজ্ঞাপন  দেওয়া  চলবে না । এই  নিয়ম  লাগু   করা  হবে  স্কুলের  ৫০  মিটারের  মধ্যে।  জানানো  হয়েছে যে  ছাত্র  ছাত্রীদের  সুরক্ষা  ও  স্বাস্থ্যর  কথা  ভেবেই  এই  পদক্ষেপ ।