ক্রীড়া সূচি -১

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথম খেলা ১৯ সে সেপ্টেম্বর হবে শেখ জায়েদ স্টেডিয়াম আবু ধাবী  তে ভারতীয় সময় ৭ টা  ৩০ মিনিটে এবং স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা  নাগাদ মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপারকিংসের মধ্যে ।দ্বিতীয় ম্যাচটি হবে রবিবার ২০ সে সেপ্টেম্বর দিল্লি  ক্যাপিটালস বনাম কিংস ১১ পাঞ্জাবের মধ্যে  দুবাই  আন্তর্জাতিক  স্টেডিয়ামে , ভারতীয় সময় ৭ টা  ৩০ এবং স্থানীয় সময় ৬ টা  নাগাদ ।তৃতীয় ম্যাচটি হবে সান রাইজার্স  হায়দ্রাবাদ বনাম  রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ওই একই সময়ে ।