খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকে আইপিএলে ত্রয়োদশ তম খেলায় মুখোমুখি হচ্ছেন অনিল কুম্বলের কিংস ইলেভেনের বিরুদ্ধে রিকি পন্টিংয়ের দিল্লি ক্যাপিটালস । সম্প্রতিকালে দিল্লি ও পাঞ্জাব যে ৫ বার মুখোমুখি হয়েছিল তাতে প্রথম ৪ বার যেতে পাঞ্জাব এবং শেষ বার যেতে দিল্লি । উল্লেখ্য হলো এইবারের আইপিএলে সমস্ত দলের বিদেশী কোচেদের মধ্যে অনিল কুম্বলে হলেন একমাত্র পাঞ্জাব দলের ভারতীয় কোচ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...