আজকে আই পিএলে মুখোমুখি হচ্ছেন দিল্লি ও পাঞ্জাব

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকে আইপিএলে  ত্রয়োদশ তম  খেলায়  মুখোমুখি হচ্ছেন  অনিল কুম্বলের কিংস ইলেভেনের  বিরুদ্ধে রিকি পন্টিংয়ের দিল্লি  ক্যাপিটালস । সম্প্রতিকালে দিল্লি  ও পাঞ্জাব যে ৫ বার মুখোমুখি হয়েছিল তাতে প্রথম ৪ বার যেতে পাঞ্জাব এবং শেষ বার  যেতে দিল্লি । উল্লেখ্য  হলো এইবারের আইপিএলে  সমস্ত দলের বিদেশী  কোচেদের মধ্যে অনিল কুম্বলে হলেন একমাত্র পাঞ্জাব দলের ভারতীয় কোচ ।