খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জ ব্লকে চোরাই বালির কারবার দিন দিন বেড়েই চলেছে। সাহু নদীতে বালি খাদান তৈরি করে আর্থমুভার দিয়ে বালি তুলে পাচার হচ্ছে। রাজ্যসড়কের পাশেই অবাধে এই কারবার চলেছে। তবে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২ টো পর্যন্ত্য পুলিশ প্রশাসন অভিযান চালায়। পুলিশ জানায় পাচারকালে একটি ট্রাক্টর আটক করে মালিকের খোঁজ করছে এবং পরেও অভিযান চলবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...