পোস্ট অফিসে লিংক নেই

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মাথাভাঙ্গা পোস্টঅফিসে এক সপ্তাহের উপর ইন্টানেটের লিংক  না থাকায় সমস্ত  পরিষেবা  বন্ধ। কয়েক হাজার গ্রাহক ও এজেন্ট সমস্যায় পড়েছেন। ফলে টাকা জমা  ও তোলা বন্ধ হয়ে গেছে। চিঠিপত্রের বুকিং ও বন্ধ। পোস্ট মাস্টার জানান কলকাতা অফিসের  মেন্  সার্ভারে সমস্যা থাকায়  লিংক নেই ।তবে সমাধানের  চেষ্টা চলছে। বি  এস  এন  এল  জানাচ্ছে  ব্রডব্যান্ডে কোনো সমস্যা নেই।  পোস্টঅফিসের সার্ভারে সমস্যা আছে।