হরিপুর গ্রামের রাস্তার হাল খারাপ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :রতুয়া ২ ব্লকের হরিপুর  গ্রামের রাস্তার হাল খুব খারাপ। হাঁটু সমান জলকাদায় ভরা রাস্তা তো নয় যেন ডোবা। গ্রামের লোকেদের যাতায়াতের খুব সমস্যা। তারা রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন এবং সমস্যার সমাধান না হলে ভোট বয়কট করবেন। এ ব্যাপারে বি  ডি  ও ,পঞ্চায়েত, জেলা পরিষদ  ও  ডি  এম দপ্তরেও  জানানো হয়েছে। কিন্তু কোনো  সাড়া  পাওয়া  যায় নি।  পঞ্চায়েত প্রধান  জানান টাকা বরাদ্দ  হলে ধাপে ধাপে রাস্তা পাকা করা হবে। রতুয়া ২ ব্লকের  উন্নয়ন আধিকারিক বলেন  বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া  হবে।