নাইটদের ছক কষা শুরু

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :ত্রয়োদশ আই  পি এল   শুরু হয়ে  গেছে। একে  একে  সব দল মাঠে নেমে পড়ছে। কিন্তু কলকাতা নাইট  রাইডার্স  বা কে কে আর এখনো নামেনি। তারা এখন  নিজেদের আবু ধাবিতে কঠোর অনুশীলনে ডুবিয়ে রেখেছে।  তারা মাঠে নামবে বুধবার ২৩ শে সেপ্টেম্বর। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। কে কে  আর  এখন বিপক্ষ শিবিরের শক্তি বিচারের পাশাপাশি নিজেদের অস্ত্রেও শান দিচ্ছে।  কে কে  আর এর এক প্রতিনিধি জানান সবদিক দেখে শুনে আমরা ছক তৈরি করছি যাতে বাইশ গজে সমস্যায় পড়তে না হয়।