ভাঙা বেড়া নিয়ে কৃষকেরা চিন্তায়

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :কয়েক মাস ধরে দেখাশোনার অভাবে  বনবস্তির ফেন্সিংগুলি ভেঙে পড়েছে। এখন ধান চাষ প্রায় শেষ। ফলনে আর দেরি নেই।  এরপর জমিগুলি সব ধানে ভর্তি থাকবে। এর মধ্যে হাতির হামলা নিয়ে এলাকাবাসী আতঙ্কে ভুগছেন।তারা বলেন ফেন্সিংগুলি  শীঘ্র মেরামত নাহলে ফসল ঘরে  তোলা যাবে না। প্রশাসন জানাচ্ছে ফেন্সিং মেরামতের জন্য যে টাকার প্রয়োজন তা নেই।  তবে বিষয়টি  খতিয়ে  দেখা হচ্ছে।