খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার মাল ব্লকের কুমলাই চা বাগানে বুনো হাতির দল আটকে পড়ে । হাতির দলকে দেখতে বহু মানুষ ভিড় জমায়। তার মধ্যে কিছু লোক হাতিদের খুব বিরক্ত করে।ফলে বনদপ্তরের কর্মীদের হাতির দলকে সামাল দিতে খুবই সমস্যায় পড়তে হয়। একজন হাতির আক্রমণে আহত হয়েছেন।বনদপ্তর ঘটনার উপর নজর রাখছে এবং আধিকারিক বলেন সন্ধ্যের পর হাতির দলকে আবার তারঘেরা বনে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করা হবে। চা বাগান কর্তৃপক্ষ এ ব্যাপারে খুবই চিন্তিত।
রাজ্য
আর অপব্যবহার করা যাবেনা কেপি স্টিকার
কলকাতা পুলিশের নিজস্ব অথবা ভাড়ার গাড়ি যাই হোক না কেন তাতে কেপি স্টিকার লাগানো থাকে ।আবার পুলিশ কর্মীরা তাদের নিজস্ব গাড়িতে কেপি স্টিকার ব্যবহার...