হাট বসে হাইওয়েতে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :উপযুক্ত জায়গা না থাকায় গয়েরকাটা  হাটে  বিক্রেতারা হাইওয়ে ও ফুটপাথ দখল করে ব্যবসা করছেন।ফলে যেকোনো সময়  দুর্ঘটনা ঘটতে পারে। প্রতি রবিবার হাট  বসে এবং প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হয়। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর  এই হাটে  শেড  নির্মাণের কথা বলেছিল।  কিন্তু এখনো কিছু হয় নি। জেলা পরিষদ সূত্রে জানা গেছে গয়েরকাটা  হাটের ব্যাপার তাদের নজরে এসেছে এবং তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।