খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ইডেনের চিৎকার ,পরিবেশ ও চিয়ার লিডার না থাকলেও আছে শুধু ক্রিকেট। আজ কে কে আর আই পি এলে প্রথম মাঠে নামছে আবু ধাবিতে। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। জানা গেলো শুরুতে কে কে আর বোল্ট , বুমরাকে সামলাতে নামাচ্ছে শুভমান গিল ও নারাইনকে। আগেরবারের মত পরে না পাঠিয়ে এবারে শুভমানকে শুরুতে পাঠিয়ে তারা চমক দিতে চায়। তারা চার বিদেশী নিয়েই মাঠে নামছে -রাসেল ,মর্গ্যান , ক্যামিন্স ও নারাইন। দেখা যাক এখন মাঠে কি হয়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...