দুর্বল সেতু নিয়ে আশঙ্কা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :চোপড়া ব্লকে  তিস্তা  খালের ওপর একজোড়া দুর্বল সেতু নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এ ব্যাপারে প্রশাসনের কোনো নজর নেই। একটি সেতু উদরাইল এলাকায়। সম্প্রতি সেটি পূর্ত দপ্তরের হাতে এসেছে। সেতুর বেহাল দশার কথা পূর্ত দপ্তর জানতে পেরেছে এবং ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। আরেকটি দুর্বল সেতু হাপতিয়াগছ  এলাকায়। প্রতিদিন প্রচুর ভারী গাড়ি ,লরি এই সেতু দিয়ে যাওয়া আসা করে।  দুপাশে  সতর্কবার্তা লেখা থাকলেও কারও কোন  নজর নেই। যে কোনো সময় সেতু ভেঙে পড়তে পারে।