৮ মাস জল বন্ধ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাস্তা বাড়ানোর সময় পি এইচ ই র পাইপ ভাঙা  পড়েছে। ফলে ৮ মাস জল পরিষেবা বন্ধ। বাসিন্দারা পরিস্রুত  পানীয় জল  পাচ্ছেন না। প্রায় দু কিলোমিটার দূর থেকে জল বয়ে নিয়ে আসতে  হয়। স্থানীয় অগভীর নলকূপের আয়রণযুক্ত জল খেয়ে অনেকেই পেটের  রোগে ভুগছেন।ফলে এলাকাবাসী ক্ষুব্ধ। পি এইচ ইর আধিকারিক বলেন শীঘ্রই এলাকা পরিদর্শন করে সব কিছু খতিয়ে  দেখে ব্যবস্থা নেওয়া হবে।