রেশনের কেরোসিন পাচার

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রেশনের কেরোসিন পাচারের সময় গ্রামবাসীরা ১ ব্যক্তিকে  আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বক্সিরহাট খানার কাশিয়াবাড়ি  বাজারে।জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় ওই  ব্যক্তি কেরোসিন ডিলার  সন্ধ্যা অধিকারীর বাড়ি থেকে ৫ ড্রাম কেরোসিন বাইকে করে নিয়ে যাচ্ছিলেন বাজারে বিক্রীর  জন্য। তিনি ৪ হাজার  টাকায় ওই কেরোসিন কেনেন। ডিলারকে  পাওয়া যায় নি। এ ব্যাপারে মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।