কোচবিহারে জাল নোট সহ ধৃত ৯

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিধানসভা নির্বাচন আসছে।   কোচবিহারে এই অবস্থায় সোমবার কোতোয়ালি থানার পুলিশ ও এস এস বি  যৌথভাবে অভিযান চালিয়ে ৯ জন দুষ্কৃতীকে এক কোটি টাকার জাল নোট সহ ১৭ টি সোনালী ধাতব  বিস্কুট উদ্ধার করে। এছাড়াও কোচবিহারে কদিন আগেই প্রচুর আগ্নেয়াস্ত্র  ও কয়েক কোটি টাকার হেরোইন ধরা পড়েছে। গ্রেপ্তার হওয়া  ৯ জন অসম থেকে এসেছে  বলে জানা  গেছে।