সল্ট লেকের পুরভবনে আগুন

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :শুক্রবার বিকালে সল্ট লেক পুরভবনে তেতলার একটি ঘরে হঠাৎ প্রচন্ড শব্দ হয় এবং তারপরই কালো ধোঁয়া দেখা যায়। কোনোরকমে আধিকারিক ও কর্মীরা তাড়াতাড়ি ওই তলা থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ছুটে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা যায় এসি মেশিন থেকে আগুন লাগে এবং ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তার পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে দমকল মন্ত্রী ঘটনাস্থলে যান।