খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ডানকানসের চাবাগানগুলিতে এবার বোনাস দেওয়া হবে ১৩ শতাংশ হারে। গতবার ছিল ৯ শতাংশ। প্রায় চার হাজারের বেশি শ্রমিক এবার বোনাসের আওতায় আসবেন। বাগানের ম্যানেজার বলেন শনিবারই বোনাস দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শ্রমিকদের দাবী ছিল ২০ শতাংশ বোনাস। পরে আলোচনার মাধ্যমে ১৩ শতাংশ ঠিক হয়। গতবারের থেকে বোনাস বাড়ায় এবার শ্রমিকেরা খুশী। ডুয়ার্সের একাধিক বাগানে শুক্রবার বোনাস দেওয়া হয়।