খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:যমুনা নদীর জলে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বহু চা ও ধান গাছ নষ্ট হয়ে গেছে। কিছুদিনের মধ্যে ধানের শিস বের হবে। তাই ধানের চারা নষ্ট হলে চাষিরা ক্ষতির মুখোমুখি হবেন। কিছুদিন ধরে চা গাছগুলি সব জলের তলায় রয়েছে। অনেক গাছ মরে গেছে।জলের ধাক্কায় অনেক গাছ উপড়ে গেছে। চাষির মাথায় হাত। শীতের ফসলেরও ক্ষতি হয়েছে। বাঁধাকপি টমেটো ও শসার বীজতলা সব জলের নিচে আছে। শুক্রবার পর্যন্ত অবস্থার উন্নতি হয় নি।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...