খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:পাঞ্জাবের ব্যাটিং এতটাই শক্তিশালী যে তারা ক্রিস গেইলকে মাঠের বাইরে রেখে খেলতে নামছে। আজকের খেলার মাঠ সবচেয়ে ছোট। ফলে রাহুলের ব্যাট থেকে প্রচুর ছক্কা দেখা যেতে পারে। তবে গেইল ও খেলতে পারেন। রাহুলকে জবাব দেওয়ার জন্য থাকছেন সঞ্জু স্যামসন ও পাওয়ার হিটার জোস্ বাটলার। আর আছেন স্টিভ স্মিথ। দুদলের যা ব্যাটিং লাইন আপ তাতে বড় স্কোরের ম্যাচ হতেই পারে।