অনুদান বৃদ্ধিতে পূজা কমিটিরা খুশি

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :করোনার  জন্য পূজা কি ভাবে হবে এই নিয়ে চিন্তায় ছিল সবাই। কিন্তু এইবার অনুদান দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। গতবার অনুদান ছিল ২৫ হাজার টাকা। এবার অনুদান দেওয়া  হবে ৫০ হাজার টাকা।  এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগে চাঁদা ও বিজ্ঞাপনের মাধ্যমে পূজার  খরচ তোলা হত। তবে এবার পরিস্থিতি আলাদা। সবাই বলছেন অনুদান বৃদ্ধি পাওয়ায় এবারে পূজা করতে অসুবিধা হবে না।