খলিসামারিতে জমি পরিদর্শন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :শনিবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জমি  খলিসামারিতে পরিদর্শন করেন উপাচার্য। তিনি জমি দাতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন এবং জানান ট্রাস্টের পক্ষ খেকে  যে জমি দান করা হয়েছে তার হস্তান্তর হলেই  ক্যাম্পাসের কাজ শুরু হবে। এই ক্যাম্পাসে ফিজিক্যাল এডুকেশন ,প্যারামেডিকেল, নিউক্লয়ার  ফিজিক্স ,ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয় পড়ানো হবে।