গান্ধীজির প্রথম জীবন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৬৯ সালের ২রা অক্টোবর পোরবন্দরে জন্মগ্রহণ করেন। বাবার নাম করমচাঁদ গান্ধী ও মায়ের নাম পুতলিবা। ধার্মিক মা ও জৈন পরিবেশে থাকার জন্য তিনি শৈশব থেকেই নিরামিষ ভোজন, জীবনের প্রতি অহিংসা, আত্মশুদ্ধির জন্য উপবাস শিখেছিলেন। তেরো বছর বয়সে কস্তুরবা মাখাঞ্জীকে বাবা মায়ের পছন্দেই বিয়ে করেন। তাদের চার ছেলে – হরিলাল, মনিলাল, রামদাস ও দেবদাস। ছাত্রাবস্থায় তিনি মাঝারি মানের ছাত্র ছিলেন এবং কোনোরকমে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করেন।