মোহন দাশ করমচাঁদ গান্ধী

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : তিনি ২ রা  অক্টোবর   ১৮৬৯ গুজরাটের  পোরবন্দরে জন্মেছিলেন । তার মৃত্যু হয় ৩০ সে জানুয়ারী ১৯৪৮ সালে  ৭৮ বছর বয়েসে  দিল্লির  বিড়লা  হাউসে ।তাকে মহাত্মা গান্ধী অথবা বাপুজি নামেও  অভিবাদন করা হয় ।তিনি ভারতের স্বাধীনতা  আন্দোলনের  সাথে যুক্ত ছিলেন ।তিনি উনিভার্সিটি কলেজ  অফ লন্ডন থেকে আইন  পাশ করে দক্ষিণ আফ্রিকাতে ওকালতি শুরু করেন ,তিনিভারতে ফিরে  এসে আহিমসা  আন্দোলনের সাথে যুক্ত  হন ,তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন ১৯২৪ থেকে ১৯২৫।