দুটি চা বাগান খুললো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কালচিনি ও রায়মাটাং এই দুটি চা বাগান শনিবার শিলিগুড়িতে বৈঠক শেষে খোলার সিদ্ধান্ত হয়। চুক্তি অনুযায়ী বাকি বেতন শ্রমিক ও কর্মীদের দেওয়া  হবে। রবিবার ছুটির দিন থাকায় সোমবার থেকে কাজ শুরু হবে। শ্রমিকেরা বকেয়া বেতন নিয়েছেন ও বাগান খোলার সিদ্ধান্তে খুশি হয়েছেন। এরপর মধু, তোর্ষা  সহ অন্যান্য বন্ধ চা বাগান নিয়ে কথা হয়েছে  এবং এগুলি তাড়াতাড়ি খোলার চেষ্টা করা হবে ।