খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত সপ্তাহে ভারতের প্রধান নির্বাচন কমিশন সুনীল অরোরা সম্পূর্ণ covid পরিস্থিতির কথা মাথায় রেখে (২৫সেপ্টেম্বর ) তিন দফা ভোটের দিনক্ষণ নির্ধারণ করেন । প্রথম দফা নির্বাচন হবে ২৮ সে অক্টোবর ৭১ টি বিধানসভা সিটে যার মধ্যে অন্যতম ভাগল পুর ,পূর্ণিয়া ,বেগুসরাই ,কিষান গঞ্জ প্রভৃতি ,দ্বিতীয় দফায় ভোট হবে ৩ রা নভেম্বর যার মধ্যে অন্যতম মুজ্জাফরপুর ,দ্বারভাঙা সমস্তিপুর ,সিতামারি প্রভৃতি শেষ ভোট টি হবে ৭ নভেম্বর ২০২০ যার মধ্যে অন্যতম হলো জাহানাবাদ ,গয়া ,পাটনা, বক্সার , গোপাল গঞ্জ প্রভৃতি ।