১৫ রানে জয়ী হলো হায়দ্রাবাদ আইপিএলে

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :   গতকাল  আবুধাবির শেইখ  জায়েদ  স্টেডিয়ামে  আইপিএলের লীগের খেলায় প্রথমে ব্যাট করে সানরাইজার্স তোলেন নির্দিষ্ট ওভারে  ৪ উইকেটে ১৬২ রান । তাদের হয়ে সর্বাধিক রান করেন বেয়ারস্টো  ৫৩(৪৮) এবং ওয়ার্নার ৩৩ বলে ৪৫।জবাবে ব্যাট করতে দিল্লি  ক্যাপিটালস  ৭ উইকেটে তোলেন ১৪৭ রান ।১৫ রান জয়ী হয় সানরাইজার্স  ,ম্যাচের সেরা রাশিদ খান তিনি ১৪ রানে ৩ উইকেট নেন ।