ঝুমুর সেতু ক্ষতিগ্রস্থ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :নদীর তীব্র জলের স্রোতে ঝুমুর সেতু বসে গেছে। গত জুলাই মাসে প্রবল বৃষ্টিতে সেতু বসে যায়। সেই থেকে এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ আছে। তবে  জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এই সেতু দিয়ে যাওয়া আসা করেন। এখন অবস্থা আরো খারাপ হয়েছে। নাগরাকাটার বি ডি ও জানান ইঞ্জিনিয়ার  সেতু  দেখে গেছেন।  বৃষ্টি কমলে কাজ শুরু হবে।