জাতীয় সড়কে নদীর জল

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :নাগর নদীর জল ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে। টানা ৭ দিন বৃষ্টি হওয়ায়  নদীর জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এই ঘটনায় গাড়ির চালকদর মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। খুবই ধীর গতিতে যানবাহন  চলাচল করছে। তবে যে কোনো মুহুর্তে  যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। তপন ব্লকে একটি বাঁধ ভেঙে পড়ে ধান ও সবজি ক্ষেতের কয়েক হাজার বিঘা জমি জলমগ্ন। অনেক বাড়ি ঘর ভেঙে পড়েছে।