কোচবিহারে যান জট বাড়ছে

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কোথাও বড় রাস্তার  ওপর দাঁড় করিয়ে  বড় বড় লরিতে  মাল ওঠা নামা  করানোর কাজ চলছে।  কোথাও  সার বেঁধে দাঁড়িয়ে থাকে টোটো, আবার অনেক জায়গায় অর্ধেক রাস্তা  চলে যায় বাইক ও ছোট গাড়ির দখলে। যানজটে কাহিল হলেও কারো কোন নজর নেই।  বাজার করতে আসা মানুষের সমস্যা বাড়ছে। সকাল ১০ টা  থেকে ১২ টা  পর্যন্ত পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে।