আজ পাঞ্জাব বনাম মুম্বই

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দু দলেরই চিন্তা প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। অনেক মিল আছে দু দলে।  তিন  ম্যাচের পর দু দলই দুটি করে ম্যাচ হেরেছে  এবং একটি জিতেছে। দু দলই দুটি সুপার ওভারের ম্যাচে পরাস্ত হয়েছে। দু দলের লক্ষ্য  আজকে জিতে টেবিলে  ভালো জায়গায় থাকা। পাঞ্জাবের হয়ে গেইল এখন সুযোগ পাননি যেহেতু রাহুল ও মায়াঙ্ক ওপেনিংয়ে সফল।  ফলে গেইলকে অপেক্ষা করতে হচ্ছে। আজ কি হয় তাই দেখার।