পুষ্পাঞ্জলি /পংক্তিভোজন এবং অন্যান্য পুজোর নিয়ম কানুনের উপর সরকারি নির্দেশ

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ সরকার এইবারের  পুজোর আয়োজকদের নির্দেশ দিয়েছেন তারা যেন পুষ্পাঞ্জলি দেয়ার  সময় দর্শনার্থীদের ছোট ছোট দলে   ভাগ হয়ে পুষ্পাঞ্জলি দিতে পারেন ।মন্ত্র উচ্চারণের সময় পুরুত মশাই  অবশ্য  সানিতাইজেড মাইক  ব্যবহার করবেন  যাতে দর্শক রা স্পষ্ট ভাবে মন্ত্র উচ্চারণ শুনতে পারেন ।পংক্তিভোজন ও না করানোর জন্য অনুরোধ করা হয়েছে ,দর্শকদের  কাছেঅনুরোধ করা  হয়েছে  তারা যেন তাদের বাড়িতে  থেকেই গৃহ দেবতার পায়ে পুস্প অর্পণ  করে অঞ্জলি দেন ।