২০ শতাংশ বোনাসের দাবি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সাইলি ও কুমলাই  চা  বাগানের   শ্রমিকেরা ২০ শতাংশ  হারে বোনাস দাবি করেছে।এ বাগান দুটি মাল ব্লকে। পরে তাদের প্রতিনিধিদের সঙ্গে  বি  ডি  ও র   অফিসে  বৈঠক  হয়।  শ্রমিকদের বক্তব্য তাদের ১৫.৫ শতাংশ বোনাস দেবার  কথা বলা  হয়েছিল।  কিন্তু তাদের দাবি ২০ শতাংশ। আই টি পি এর উপদেষ্টা জানান নিয়ম মতো  বোনাস  নিয়ে ফয়সালা  হয়ে গেছে ,এখন আর নতুন করে দাবি যুক্তিসঙ্গত নয়।