খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :করোনার প্রতিরোধের জন্য এবার মালবাজারে দুর্গাপূজার আয়োজকরা ব্যবস্থা নিচ্ছেন। এদের মধ্যে মালবাজার সারদা সংঘ ভিড় এড়ানোর জন্য একাধিক ব্যবস্থা করেছে। এবার এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পূজা হবে। তবে কুমারী পূজা হবে না। ভিড় যাতে না হয় সে কারণে অষ্টমী পূজার অঞ্জলি বন্ধ রাখা হবে । সকাল সন্ধ্যায় প্রতিমা দর্শন করা যাবে। এবার পূজায় কাটা ফল ও ভোগের সামগ্রী বন্ধ রাখা হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...