কাজ নেই ডেকোরেটরদের

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  হাতে পূজার প্যান্ডেলের অর্ডার নেই। তাই মাথায় হাত পড়েছে ডেকোরেটরদের।  এবার হয়তো তাদের খাওয়া দাওয়া  ও বন্ধ হতে পারে। করোনার  জন্য ছ মাসের বেশি কাজ  নেই। এক ডেকোরেটর  জানান গতবারে ১০ টি প্যান্ডেলের  কাজ করেছিলেন কিন্তু এবার মাত্র ২টি  ছোট কাজ পেয়েছেন। একই সমস্যা অন্যদেরও। ঘরের বাচ্চাদের নতুন জামা হয়তো কিনে দেওয়া  যাবে না।  তারা সরকারের কাছে পূজা কমিটিগুলির মত  অর্থ সাহায্য চেয়েছেন।