খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমে ব্যাট করে মুম্বাই ১৬.১ ওভারে ৪ উইকেটে ১২৪ রান করার পর রোহিত আউট হন। এবার শুরু হয় পোলার্ড ও পাণ্ড্যর দুরন্ত ব্যাটিং। শেষ ৪ ওভারে তারা যোগ করেন ৮৯ রান। পোলার্ড শেষ ৩ বলে ৩ টি ছক্কা মারেন।পাণ্ড্য করেন ১১বলে ৩০ রান। এরপর ব্যাট করতে নেমে পাঞ্জাব ২০ ওভারে ১৪৩ রান করে ৮ উইকেটের বিনিময়ে এবং ৪৮ রানে হেরে যায়। ব্যাটিং এ পুরান ৪৪ রান করেন। অন্যরা মোটামুটি ব্যর্থ। পোলার্ড ম্যান অফ দ্য ম্যাচ হন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...