শিলিগুড়ি সিকিম বাস চলাচল শুরু

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বৃহস্পতিবার থেকে শিলিগুড়ি- সিকিম রুটে  বাস চলাচল  শুরু হবে। গত ২৪ সে মার্চ থেকে বাস চলাচল বন্ধ ছিল। ফলে সমস্যায় পড়েন বাসকর্মীরা। কেউ সবজির ব্যবসা শুরু করেন।  আবার কেউ অন্য কাজ খুঁজেছেন। বাস বন্ধ হওয়ায় সবারই সংসার চলছিল না। পর্যটকদের বাসে ওঠানো নিয়ে সরকার নির্দেশিকা জারি করেছে।  স্বাস্থ্যবিধি ও দূরত্ব বিধি মেনে চলতে হবে।