গাছ ভেঙে পড়ল রাস্তায়

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শুক্রবার রাতে ময়নাগুড়ি শহরে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি পুরানো গাছ  ভেঙে পড়ে । তবে  উল্টো দিকে পড়ায় যাওয়া আসার খুব একটা অসুবিধা হয় নি। তবে পাশের বাড়ির দেওয়ালের  ক্ষতি হয়েছে। এর কিছুদিন আগে এই জায়গায় আরো একটি  বড় গাছ  ভেঙে পড়েছিল। ফলে স্থানীয় বাসিন্দারা ও পূর্ত দপ্তর খুবই চিন্তিত। রাতে না ভেঙে দিনের বেলায় ভাঙলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হত। যে গাছ গুলি বিপদ  ঘটাতে পারে তাদের নিয়ে পঞ্চায়েতে আলোচনা করে  ব্যবস্থা  নেওয়া.হবে।