খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :অসম এর বাঙালি প্রধান কাছাড় জেলার প্রশাসন দুর্গাপুজোর জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছেন। এবার অস্থায়ী মণ্ডপে পুজো হবে না। কেবল স্থায়ী ও মন্দিরে পুজো করা যাবে এবং প্রতিমার উচ্চতা ৫ ফুটের বেশি হবে না। পুজোর সময় ৫ দিন স্কুটার বাইক চলাচল বন্ধ থাকবে। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত্য ভোর ৫ টা থেকে সকাল ১০ টা অবধি মণ্ডপ খোলা রাখা যাবে এবং ১০ জনের বেশি একসঙ্গে থাকা যাবে না। প্রতিমা বিসর্জনের সময় সর্বাধিক ৫ জন উপস্থিত থাকবেন ও মণ্ডপের আশেপাশে ষ্টল তৈরি করা নিষিদ্ধ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...