খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দূর্গা পূজা উৎসবের দশমীর দিন টিকে দশমী বলা হয় ।হিন্দুদের বিশ্বাস এইদিন দেবী দূর্গা রাক্ষসের সাথে লড়াই করে জয়লাভ করেছিলেন এবং পৃথিবীতে ভারসাম্য ফিরিয়ে এনেছিলেন ।এই দিন দেবী দূর্গা কে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য উৎসাহী ভক্তরা দেবীকে শোভাযাত্রা এবং ভক্তি সহকারে নদী অথবা জলাশয়ে ঘাটে নিয়ে গিয়ে রীতি নীতি মেনে বিসর্জন দেয়া হয় । বিসর্জনের আগে মহিলারা মিষ্টি এবং সিঁদুর দিয়ে মাকে বরণ করেন এবং নিজেদের মধ্যে সৌজন্যমূলক ভাবে সিঁদুর বিনিময় করেন ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...