খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এটি কলকাতার দূর্গা পূজার এক অনন্য অনুষ্ঠান ,নবরাত্রি শুরুর এক সপ্তাহ আগে মাটির তৈরি মূর্তি গুলির চোখ আঁকা হয় এবং মহালয়া উপলক্ষে চক্ষু দান অনুষ্ঠানের মাধ্যমে মাকে আমন্ত্রণ জানানো হয় এই মর্তে আসার ।হিন্দু দের বিশ্বাস প্রতিমাগুলির চোখ আকার সময় দেবী অবশ্য পৃথিবী তে নেমেছিলেন ।উত্তর কলকাতার কুমোরটুলি হচ্ছে সেই জায়গায় যার গঙ্গার তীরবর্তী
এবং যেইখানে প্রতিমা তৈরি হয় ও প্রাণ প্রতিষ্ঠা হয় মহালয়ার দিন ।